You dont have javascript enabled! Please enable it! 1975.08.16 | ১৬ আগস্ট ১৯৭৫ | মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ - ২য় প্রধান রাজনীতিবিদ যিনি মোস্তাক সরকারকে অভিনন্দন জানিয়েছেন - সংগ্রামের নোটবুক

১৬ আগস্ট ১৯৭৫ঃ মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ

২য় প্রধান রাজনীতিবিদ যিনি মোস্তাক সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি খন্দকার মস্তাক ও তার সরকারের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেছেন। 

নোটঃ ভাসানী এবং তর্কবাগীশ উভয়েই সিরাজগঞ্জের