You dont have javascript enabled! Please enable it!

১৬ আগস্ট ১৯৭১ঃ আবুল কাসেম এর বিবৃতি 

কাউন্সিল মুসলিম লীগ প্রাদেশিক সাধারন সম্পাদক এক বিবৃতিতে বলেন ভারতের হিন্দুদের যোগসাজশে আওয়ামী লীগ পাকিস্তান ভাঙ্গার যে ষড়যন্ত্র করেছিল তা এখন নগ্ন ভাবে ফাঁস হয়ে গিয়েছে। তিনি বলেন উপমহাদেশের বুকে হিন্দুদের শোষণে জর্জরিত মুসলমানদের জন্য একটি পৃথক আবাস ভুমি স্থাপন এবং ইসলামের অনুশাসন মোতাবেক মুসলমানেরা যাতে তাদের জীবন ধারন ও সমাজ বেবস্থা গড়ে তুলতে পারে সে উদ্দেশ্য নিয়েই পাকিস্তানের জন্ম হয়েছিল। খোলাফায়ে রাশেদিনের আলোকে ইসলামী সমাজ প্রতিষ্ঠাই ছিল পাকিস্তান কায়েমের উদ্দেশ্য। এই দেশ ধর্ম নিরপেক্ষ বা পাশ্চাত্য ধরনের গনতান্ত্রিক রাষ্ট্র হবে তা নিয়ে আলোচনার কোন অবকাশ নাই। তিনি বলেন যেদিন আওয়ামী লীগ দলের নাম থেকে মুসলিম কথাটি বাদ দেয় সেদিন থেকেই আওয়ামী লীগ এদেশে বিচ্ছিন্নতার বীজ রোপণ করেছে।

তিনি ৬৯ এর গন আন্দোলন পরবর্তী গোল টেবিল বৈঠকের উদাহরন টেনে বলেন আইউব খান সকল রাজনৈতিক দলের দাবী মেনে নিয়েছিলেন কিন্তু শেখ মুজিব তার ৬ দফাতে অনড় থাকায় সে বৈঠক ব্যার্থ হয় এবং নতুন সামরিক সরকার আসে। তিনি বলেন আওয়ামী লীগ এখন হিন্দুদের দল আরএসএস ও জনসংঘের কোলে স্থান নিয়েছে। দুঃখের বিষয় ভারতে মুসলিম নিধনের জন্য যে নেতা সবচে দায়ী সে নেতা অটল বিহারী বাজপেয়ী এখন স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির দাবীতে সবচে বেশী সোচ্চার।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!