You dont have javascript enabled! Please enable it! 1971.08.16 | নিয়াজির ময়মনসিংহ ও কুমিল্লা সফর - সংগ্রামের নোটবুক

১৬ আগস্ট ১৯৭১ঃ নিয়াজির ময়মনসিংহ ও কুমিল্লা সফর

পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান লেঃ জেনারেল নিয়াজি ময়মনসিংহে রাজাকার এবং শান্তি কমিটির নেতাদের এক যৌথ সভায় বলেন পাকিস্তান সেনাবাহিনী যে কোন পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হলে জনগন ও সেনাবাহিনী ইসলামের শত্রুদের বিরুদ্ধে তাদের মাতৃভূমি রক্ষায় এক হয়ে লড়াই করবে। ইতিহাস বলে কম সংখ্যক মুসলমান সৈন্য বহু সংখ্যক অমুসলিম সৈন্য দের বিরুদ্ধে লড়াই করে জিতেছে। এতে বুঝা যায় সম্পদ এর চেয়ে ইমানের জোর যুদ্ধের ভাগ্য নির্ধারণে সহায়তা করে। তিনি সেনাবাহিনীকে সহায়তা করার জন্য ময়মন সিংহের জনগনের প্রশংশা করে বলেন একমাত্র আল্লাহ তাদের উপযুক্ত পুরস্কার দিতে পারেন। সেখান থেকে নিয়াজি কুমিল্লা সফর করেন। সেখানেও তিনি রাজাকার এবং শান্তি কমিটির নেতাদের এক যৌথ সভায় বক্তৃতা দেন। পরে তিনি সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এক দরবারে মিলিত হন।