You dont have javascript enabled! Please enable it! 1971.08.16 | ১৪ জন এমএনএ কে সামরিক আদালতে তলব - সংগ্রামের নোটবুক

১৬ আগস্ট, ১৯৭১: ১৪ জন এমএনএ কে সামরিক আদালতে তলব

সামরিক শাসক ১৪ জন জাতীয় পরিষদ সদস্যকে ২২ আগস্ট সকাল ১০টার মধ্যে নাটোরে ২নং সেক্টরের উপ-সামরিক আইন প্রশাসকের আদালতে হাজির হবার নির্দেশ দেয়। এঁরা হচ্ছেন: রিয়াজউদ্দিন আহমেদ রংপুর, মোশাররফ হোসেন চৌধুরী দিনাজপুর, মতিউর রহমান রংপুর, মাজহার হোসেন চৌধুরী হবে রংপুর , মোঃ আজিজুর রহমান দিনাজপুর, শাহ মাহতাব আহমেদ দিনাজপুর, মুজিবুর রহমান বগুড়া , মোতাহার হোসেন তালুকদার সিরাজগঞ্জ, আবদুল আউয়াল রংপুর, আবদুল মোমিন তালুকদার পাবনা, আবু সাঈদ পাবনা, এ.বি.এম. মোকসেদ আলী দিনাজপুর ও অধ্যাপক মোঃ ইউসুফ আলী দিনাজপুর।