ওয়াশিংটনে শরণ সিং
নয়াদিল্লী, ১৬ জুন (ইউএনআই) পররাষ্ট্রমন্ত্রী শ্রীশরণ সিং বাঙলাদেশ থেকে ভারতে আগত শরণার্থী সমস্যা সম্পর্কে আলােচনার জন্য আজ ওয়াশিংটন পৌঁছেছেন।
তিনি প্রেসিডেন্ট নিক্সন এবং অন্যান্য মার্কিন নেতাদের সঙ্গে এ বিষয়টি নিয়ে আলােচনা করবেন।
জাতিসংঘের সংবাদে প্রকাশ, শ্ৰী শরণ সিং জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উথান্টের কাছে বাঙলাদেশ সম্পর্কে রাজনৈতিক মীমাংসা করার জন্য প্রচণ্ড প্রভাব সৃষ্টি করার আবেদন জানিয়েছেন। তিনি উ-থান্টের সঙ্গে প্রায় এক ঘণ্টা যাবৎ আলােচনা করেন।
সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১