You dont have javascript enabled! Please enable it!

জীবনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত শরণার্থীরা ফিরে যেতে পারছে না আগা খাঁ-র অভিমত 
বনগা শরণার্থীদের পক্ষ থেকে স্মারকলিপি পেশ

(স্টাফ রিপাের্টার)

নয়াদিল্লী, ১৬ জুন (ইউএনআই)- বাঙলাদেশ থেকে আগত শরণার্থীর নিজেদের জীবন সম্পর্কে কোনরূপ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত স্বদেশে প্রত্যাবর্তন করতে পারছে না।
ভারতে বিভিন্ন শরণার্থী শিবির সফর করার পর জাতিসংঘের ত্রাণ দপ্তরের হাই-কমিশনার সরুদ্দিন আগা খা আজ কেন্দ্রীয় পুনর্বাসন দপ্তরের মন্ত্রী শ্রী আর কে খাদিলকরের সঙ্গে আলােচনার সময় ঐ মর্মে অভিমত প্রকাশ করেছেন বলে রাজনৈতিক মহলের অনুমান।
জানা গেছে যে, তিনি কেন্দ্রীয় পুনর্বাসনমন্ত্রীর কাছে পূর্ববঙ্গ সমস্যার রাজনৈতিক সমাধানের অনুকুলে মত প্রকাশ করেছেন।
শ্রীআগা খাঁ সাংবাদিকদের কাছে খাদিলকরের সঙ্গে আলােচনায় সন্তোষ প্রকাশ করেছেন।
কলকাতা থেকে ইউ এন আই জানাচ্ছে যে, গতকার বনগা সীমান্ত অঞ্চলের শরণার্থীরা তার কাছে প্রদত্ত এক স্মারকলিপিতে বলেছেন যে, যতদিন পাক সৈন্য পবিত্র বাঙলা ভূমি অধিকার করে থাকবে ততদিন আমাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। স্মারকলিপিতে বাঙলাদেশে পাকফৌজের জাতিহত্যার এক বিবরণ দেওয়া হয়েছে।

সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!