৮ সেপ্টেম্বর ১৯৭১ পিডিপির সভা
জোহরা ম্যানসনে (পাক/বাংলা মোটর) এদিন পূর্ব-পাকিস্তান পিডিপি’র সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল হকের (শেরে বাংলার আপন ভাগ্নে ) সভাপতিত্বে ঢাকা আঞ্চলিক পিডিপি নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দ্রব্যমূল্য বৃদ্ধি তে উদ্বেগ প্রকাশ করা হয়। দলের সকল শাখাকে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। দলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী সভায় অংশ গ্রহন্ন করেন। সভায় মাহমুদ আলি তার দীর্ঘ ইউরোপ আমেরিকা সফরের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলেন কোন দেশই ভারতের পক্ষে নাই। জাতিসঙ্ঘ প্রতিনিধিদলের দলনেতা করায় রোববার তাকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।