৮ সেপ্টেম্বর ১৯৭১ জাতিসংঘে পাক প্রতিনিধি দল
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য পাক প্রতিনিধি দলের নাম ঘোষণা করা হয়। দলের সদস্যরা হচ্ছেন :
১) পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী (দলনেতা),
২) শাহ আজিজুর রহমান, জাতীয় লীগ (আতাউর) (BNP)
৩) জুলমত আলী খান, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট (BNP)
৪) এড: এ.টি. সাদী, পাকিস্তাব দরদী সংঘ
৫) মিসেস রাজিয়া ফয়েজ, মুসলিম লীগ কনভেনশন
৬) ড: ফাতেমা সাদিক, ঢাকা বিশ্বঃ পশ্চিম পাকিস্তান
৭)আগা শাহী, সহকারী দলনেতা, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি
৮)বিচারপতি জাকির উদ্দিন, লাহোর হাইকোর্ট পশ্চিম পাকিস্তান
৯) ড: বেগম এনায়েতউল্লাহ, পশ্চিম পাকিস্তান
১০) ব্যারিস্টার কামাল ফারুকী, করাচি, পশ্চিম পাকিস্তান
১১) এড: কে.বাবর প্রমুখ। এডভোকেট লাহোর পশ্চিম পাকিস্তান
১২) এম এ আলভী অতিরিক্ত পররাষ্ট্র সচিব
১৩) এ এইচ ভি তৈয়ব জি রাষ্ট্রদূত মরক্কো
১৪) আই এ আব্দুল রাষ্ট্রদূত যুগোস্লভিয়া
১৫) ইউসুফ জে আহমেদ ডিজি, পররাষ্ট্র, ইউএন ডেস্ক
১৬) জাহিদ সাইদ আইন উপদেষ্টা, পররাষ্ট্র