৭ সেপ্টেম্বর ১৯৭১ ‘প্রাক্তন মাদরাসা ছাত্র সমিতি’
জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী আমীর মওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে এই দিন ঢাকার ৪২/৪৩ এ, পুরানা পল্টনে ‘প্রাক্তন মাদরাসা ছাত্র সমিতি’ নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়। সভায় প্রাক্তন ছাত্রদের সঙ্গে যোগযোগ করে সম্মেলন অনুষ্ঠানের জন্যে মালানা এসএম আব্দুল লতিফ অ্যাডভোকেটকে আহবায়ক এবং মওলানা রুহুল আমীন ও মালানা আশরাফুজ্জামান খানকে সহকারী করে গঠন করা হয় আহবায়ক কমিটি।