৭ সেপ্টেম্বর ১৯৭১ বিমান বাহিনী দিবস
সূর্যোদয়ের সাথে সাথে শাহিন স্কুল সংলগ্ন বিমান বাহিনী কবর স্থানে মোনাজাতের মাধ্যমে দিবসের সুচনা হয়। তেজগা বিমান ঘাটিতে (১৪ স্কোয়াড্রন) অনুষ্ঠিত এক প্যারেডে পূর্বাঞ্চলীয় কমান্ডিং অফিসার এয়ার কমোডোর ইনাম আহমদ মার্চ পাসট অভিবাদন গ্রহন করেন। কমোডোর ইনাম আহমদ বিমান সেনাদের উদ্দেশে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল রহিমের বাণী (অর্ডার অব দা ডে ) পাঠ করে শুনান। রহিম তার বাণীতে (অর্ডার অব দা ডে ) বলেন বিমান বাহিনীর সদস্যরা স্বদেশভূমি রক্ষার জন্যে সবসময়েই আত্মোৎসর্গ করেছে এবং এখনো তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্যে প্রস্তুত রয়েছে।