৭ সেপ্টেম্বর ১৯৭১ মৌলবি ফরিদ আহমেদ
এই দিনে ঢাকায় শান্তি ও কল্যাণ কমিটির সভাপতি এবং পিডিপি ভাইস প্রেসিডেন্ট মৌলবি ফরিদ আহমেদ বলেন বিগত ২৪ বছরে পূর্ব পাকিস্তানীদের মধ্যে যে হতাশা এবং বঞ্চনার যে মনোভাব গড়িয়া উঠিয়াছে উহাই বর্তমান সমস্যার মুল বিষয়। এক শ্রেণীর লোক ইতিমধ্যেই ধৈর্য হারাইয়া ফেলিয়াছে এবং তাহারাই বিচ্ছিন্নতার পথে অগ্রসর হইয়াছে। তারা এখনো বিশ্বাস করে তাদের দাবি দাওয়া পুরন হলে অখণ্ড পাকিস্তান সম্ভব। পাকিস্তানে বিশ্বাসী এবং অবিশ্বাসী দুই শ্রেণীর লোকেই এখন আস্থার সঙ্কটে ভুগিতেছে। এখন কাজ হবে একটি আস্থার পরিবেশ গড়িয়া তোলা। পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দের উচিত পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের ন্যায্য দাবী মানিয়া নেওয়ার মনোভাব গড়িয়া তোলা।