১৫ আগস্ট ১৯৭১ঃ পাকিস্তানি বাহিনীর বাধা এবং নির্যাতনের কারনে শরণার্থীরা ভিন্ন পথে ভারতে প্রবেশ করছে
পাকিস্তানি বাহিনীর বাধা এবং নির্যাতনের কারনে পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থীরা গ্রামীণ মেঠো পথ পাট ক্ষেতের ভিতর দিয়ে লুকিয়ে ভারতে প্রবেশ করছে। এখনকার শরণার্থীরা বৃষ্টি এবং বর্ষার কারনে মালাল্মাল ও আঞ্ছে না তারা শুধু রান্নার কিছু সামগ্রী সামান্য কাপড় আর ছাতা নিয়ে চলে আসছে। এভাবে এক সপ্তাহে ২০০০০ শরণার্থী ভারতে প্রবেশ করছে।