You dont have javascript enabled! Please enable it!

১৫ আগস্ট ১৯৭১ঃ কেন্দ্রীয় সরকারের কাছে প্রাদেশিক সরকারের পাক্ষিক গোপন প্রতিবেদন।

প্রসঙ্গ তোহায়া ও দেবেন সিকদার পূর্ব বাংলার কম্যুনিস্ট পার্টি পাবনায় বিতরন করা এক প্রচার পত্রে সোভিয়েত ভারত সাম্রাজ্যবাদী সমর্থিত তথাকথিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়ে কম্যুনিস্ট সমন্বয় কমিটিতে যোগ দেয়ায় দেবেন সিকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলটি আরেক প্রচারপত্রে ঢাকা এবং নারায়ণগঞ্জে অস্থির পরিবেশ সৃষ্টির লক্ষে ঢাকা ও নারায়ণগঞ্জের পাটকল, পাট গুদাম, বড় বড় দোকান, পরীক্ষা কেন্দ্র সমুহে হামলা করার জন্য দলের কর্মীদের নির্দেশ দিয়েছে।  পূর্ব পাকিস্তান কম্যুনিস্ট পার্টি নেতা তোহায়া রামগতি থানার ওসিকে পত্র মারফত জানিয়েছেন লক্ষ্মীপুর থানার দক্ষিন এবং রামগতি থানার উত্তরাংশ তার বাহিনীর নিয়ন্ত্রণে তাই এ এলাকায় তাকে খবরদারী না করার জন্য বলা হয়েছে এবং হাজির হাতে পুলিশ ক্যাম্প না বসানোর জন্য বলা হয়েছে। তিনি তাকে বলেন দেড় মাসের মদ্ধে তার বাহিনী থানা দখল করবে তাই পুলিশ যেন তার বাহিনীর কাছে অস্র সমর্পণ করে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!