১৫ আগস্ট ১৯৭১ঃ এবিসি টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আগা হিলালি
পাকিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আগা হিলালি এবিসি টেলিভিশন ও রেডিও এর সাথে আধাঘণ্টার সাক্ষাৎকারে বলেছেন তার দেশের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের জনগনের উপর সামান্য শক্তি প্রয়োগ করেছে। তিনি বলেন ব্যাপক শক্তি প্রয়োগের ঢালাও অভিযোগ সত্য নহে। এবিসি টেলিভিশনের এঙ্কর বব ক্লার্কের জবাবে তিনি উত্তর দিচ্ছিলেন। সাক্ষাৎকার নেয়ার সময় মার্চে পূর্ব পাকিস্তানে কর্মরত এবিসি সাংবাদিক টেড কপ্পেল উপস্থিত ছিলেন। হিলালি বলেন মার্চ মাসে তার দেশের সেনাবাহিনীকে পূর্ব পাকিস্তানের এক লাখ ষাট হাজার সশস্র বিদ্রোহীর মোকাবেলা করতে হয়েছে। তাদের মোকাবেলা করতেই ক্রস ফায়ারে কিছু বেসামরিক জনগন নিহত হয়েছে। বব ক্লার্কের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন বিভিন্ন মাধ্যম (অন্যান্য দেশের রাষ্ট্রদূত) থেকে গনহত্যার যে সংবাদ আপনারা পেয়েছেন তা সত্য নয় কারন তারা ঘটনাস্থলে যাননি।
টেড কপ্পেল এর প্রশ্ন করেন মার্চ মাসে আমি সেখানে ছিলাম। আমাদের খবর সংগ্রহের জন্য চলাচল করতে দেয়া হয়নি। আমাদের দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তারপরও আমি হোটেল থেকে যত টুকু দেখেছি সিভিলিয়ানদের বিরুদ্ধে ট্যাঙ্ক, মর্টার হামলা চালানো হয়েছে আমরা সারা শহরে আগুন আর আগুন দেখেছি। জবাবে হিলালি বলেন সিভিলিয়ান হত্যা করা হয়নি এ কথা আমি বলি নাই। গ্রাম ধংশ করা হয়নি। সেখানে কয়েকটি বাড়িঘর ধ্বংস করা হয়েছে। বব ক্লার্ক প্রশ্ন করেন রিপোর্ট গুলিতে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়ার বিবরন আছে। জবাবে হিলালি বলেন তা গুটি কয়েক অনেক নয়। হিলালি আরও বলেন মুজিব জীবিত এবং তার বিচার নিরপেক্ষ হবে। মুজিব একটি প্রতিষ্ঠিত দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাই তার বিচার না হওয়ার কোন কারন নেই।