You dont have javascript enabled! Please enable it! শরনার্থী ক্যাম্পে ইন্দিরা (ভিডিও) - সংগ্রামের নোটবুক

শরনার্থী ক্যাম্পে ইন্দিরা (ভিডিও)

কিছু কিছু লোক ইঙ্গিত করে বলেন ভারত আমাদের সাহায্য করেছে স্বার্থের জন্য। এসব বুঝিয়ে কি ইতিহাস সরলীকরণ করা যাবে? নিজের বাড়িতে হুট করে যদি ১ জন লোক ঢুকে পরে যাকে অনির্দিস্টকাল রাখতে হবে খাওয়াতে হবে – আপনি কী করবেন? ভারতের বয়স তখন ২৩ বছর। ৫৫ কোটি লোক। নতুন সরকার। ভারতের বর্ডারে চারদিক থেকে ১ কোটি লোক ঢুকে পড়েছে। খাওয়াবেন কী? কত লোক ঢুকবে সেটাও জানেন না। দাওয়াতের গেস্ট না। বর্ষা-বন্যা চলছে। কলেরা, প্রসূতি নারী, শিশু, যুদ্ধাহত। পায়খানা করার জায়গা নাই, নিরাপদ পানি নাই। স্বার্থে কি লাগবেনা? স্বার্থের কথা বললে একটু হিসেব করে বলবেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ মুছে ফেলার ক্ষমতা আপনাদের পেয়ারে পাকিস্তানের নেই। যতোই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। উপকারীর উপকার অস্বীকার করার মত নির্লজ্জ জাতি হওয়ায় গর্বের কিছু নেই। ইনিয়ে বিনিয়ে যারা “একাত্তরের ভারতের সমালোচনা” করেন খোঁজ নিলে হয়ত জানতেও পারেন রক্তে পাকিস্তান বহমান।