ভৈরবের জনসভায় বঙ্গবন্ধু (ভিডিও)
“বঙ্গবন্ধুর কথা ১ মিনিট” আজকের বিষয়: ভৈরবের জনসভায় বঙ্গবন্ধু তারিখ – ২৭ সেপ্টেম্বর ১৯৭৩ শুনুন তাঁর নিজের কণ্ঠে। . বঙ্গবন্ধুর ভাষণ মানে শুধু ৭ মার্চ আর ১০ জানুয়ারি নয়। কয়েক শত ভাষণ রয়েছে তাঁর। সেসব ভাষণে তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বাঙালিকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেটি যেকোন সময়ের জন্য প্রযোজ্য। একারণেই আমরা সিদ্ধান্ত নেই আপনাদের ব্যস্ত নাগরিক জীবনে অন্তত ১ মিনিট সময় যেন হয় তাঁর ভাষণগুলো শোনার ও প্রচার করার। আমরা প্রায় চার শত ভাষণ সংগ্রহ করেছি। ধীরে ধীরে তা সকলের কাছে উন্মুক্ত করা হবে এবং বই আকারেও থাকবে। #সংগ্রামের_নোটবুক #বঙ্গবন্ধুর_ভাষণসমগ্র