You dont have javascript enabled! Please enable it! 1971.09.07 | পাকিস্তানের প্রতি চীনা মনোভাব  - সংগ্রামের নোটবুক

৭ সেপ্টেম্বর ১৯৭১ পাকিস্তানের প্রতি চীনা মনোভাব

পাকিস্তানের করাচীতে নিযুক্ত চীনা কন্সাল জেনারেল কুং চেং এই দিনে বলেন পাকিস্তানের জাতীয় স্বাধীনতা রক্ষা , বিদেশী হামলা ও হস্তক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের ন্যায়সঙ্গত সংগ্রামে চীনা সরকার ও তার জনগন সর্বদা দৃঢ় সমর্থন করে যাবে। পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদের সমাধান করা উচিত এবং এই বিষয়ে কাহাকেও হস্তক্ষেপ করিতে দেয়া উচিত নয় এবং ইহাই তার সরকারের নীতি।