১৪ আগস্ট ১৯৭১ঃ বিভিন্ন প্রতিষ্ঠানের আজাদি দিবস উদযাপন
পাকিস্তান আদর্শের বুদ্ধিজীবীদের প্রধান অনুষ্ঠান করে পাকিস্তান কাউন্সিল। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুজর গিফারি কলেজের অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ। অনুষ্ঠানে সকল বক্তাই ভারতীয় আধিপত্যবাদীদের নির্মূল করে ঐক্যবদ্ধ পাকিস্তানের জন্য লড়াই করার আহবান জানানো হয়। ২১ বার তোপধ্বনি দিয়ে দিবস শুরু হয়। ঢাকা স্টেডিয়ামে শিশু সমাবেশ হয়। শান্তি ঐক্য ও সংহতির জন্য সকল মসজিদে দোয়া/ মোনাজাত করা হয়। মোহাম্মদপুর ও মিরপুরে মোশায়েরা এর আয়োজন করা হয়। লেঃ জেনারেল নিয়াজি মোহাম্মদপুরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। একটি মোশায়েরা রেডিও সরাসরি সম্প্রচার করে। বিমান বাহিনী ফ্লাই পাসট করে। নজরুল একাডেমী, তমুদ্দিন মজলিশ, দরদী সঙ্ঘ, ইসলামী ছাত্র সংঘ আলোচনা সভার আয়োজন করে। রেডিও টিভি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। পত্রিকাগুলি বিশেষ সংখ্যা প্রকাশ করে।