১৪ আগস্ট ১৯৭১ঃ শান্তি কমিটির সভায় গোলাম আজম
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে ঢাকায় আয়োজিত আলোচনা সভায় প্রাদেশিক জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম আজম বলেন, জন্মের পর পাকিস্তানের উপর দিয়ে দুটি বড় ঝড় বয়ে গেছে একটি ৬৫ সালের যুদ্ধ আর আরেকটি হল বর্তমানের সংকট। তিনি বলেন ৬৫ এর দুশমন ছিল বাইরের কিন্তু এবারের দুশমন দেশের ভিতরের। ৬৫ যুদ্ধের সময় ভারতের মোকাবেলার জন্য দেশের সকল লোকেরই সমর্থন পাওয়া গিয়েছিল। এবারের সংকট কঠিন কারন বাইরের চেয়ে দেশের ভিতরের দুশমনদের মোকাবেলা করা কঠিন। তিনি ঘরের দুশমন সৃষ্টির জন্য ২৪ বছরের শাসন ও শিক্ষা বেবস্থাকে দায়ী করেন। তিনি ঘরে ঘরে যে সকল দুশমন আছে তাদের খুজে বের করার জন্য শান্তি কমিটির সদস্য দের প্রতি আহবান জানান। এবার শুধু তারাই স্বাধীনতা দিবস পালন করছে যারা পাকিস্তানকে প্রাণের চেয়েও বেশী ভালবাসে। তিনি বলেন, পাকিস্তানের ঘরে-বাইরে শত্রুর অভাব নেই। তবু একথা একশ ভাগ সত্য, পাকিস্তান টিকে থাকার জন্যই প্রতিষ্ঠা লাভ করেছে। তিনি আরো বলেন, আমরা পাকিস্তানকে অখন্ড রাখার জন্য সংগ্রাম করছি। এদেশ টিকে না থাকলে আমাদের মুসলমান হিসেবে টিকে থাকা মুশকিল হবে। সভায় আরও বক্তব্য রাখেন একিউএম শফিকুল ইসলাম পিডিপির আব্দুল জব্বার খদ্দর, ঢাকা/ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ কামাল উদ্দিন।