You dont have javascript enabled! Please enable it! 1971.08.14 | পল্টন ময়দানে মৌলবী ফরিদ আহমেদ  - সংগ্রামের নোটবুক

১৪ আগস্ট ১৯৭১ঃ পল্টন ময়দানে মৌলবী ফরিদ আহমেদ 

পাকিস্তানের ২৫ তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে পল্টন ময়দানে মৌলবী ফরিদ আহমেদ এর সভাপতিত্তে অনুষ্ঠিত শান্তি ও কল্যাণ সমিতি এক জন সমাবেশে পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষায় সশস্র বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মওলানা নুরুজ্জামান, পাকিস্তান দরদী সঙ্ঘের সভাপতি এটি সাদি, পশ্চিম পাকিস্তানের খাকসার নেতা হাফেজ মোহাম্মদ ওমর। সভায় স্ব রচিত কবিতা পাঠ করেন সুফি জুলফিকার হায়দার, আব্দুল আজিম। ভাষণে মৌলবী ফরিদ আহমেদ পূর্ব পাকিস্তানের পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সম্পূর্ণ ভাবে দায়ী। এখানকার ১-২৫ মার্চের সাথে ১৯৪৭ সালের ৩ মার্চের ঘটনার সম্পূর্ণ মিল পাওয়া যায়। তিনি ইন্দিরা গান্ধী এবং এদেশীয় দোসরদের আন্তজার্তিক আদালতে বিচার দাবী জানান। তিনি বলেন পাকিস্তান হবে ইসলামের ফলিত গবেষণাগার। বাবায়ে মিল্লাতের এ বানি উল্লেখ করে তিনি বলেন আমরা এখানে মানুষ হিসেবে মুসলমান হিসেবে সুখে বসবাস করব এখানে পঞ্চম বাহিনির স্থান নেই।