You dont have javascript enabled! Please enable it!

১৪ আগস্ট ১৯৭১ঃ কার্জন হলের শান্তি কমিটির সভায় শান্তি কমিটি নেতৃবৃন্দ

পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন জলে আয়োজিত সিম্পজিয়ামে বক্তব্য রাখেন পিডিপি অল পাকিস্তান সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান, প্রাদেশিক সভাপতি নুরুল আমীন, প্রেসিডেন্ট এর ত্রান উপদেষ্টা এএম মালিক, সাবেক মন্ত্রী ও পিডিপি নেতা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া, কাউন্সিল মুসলিম লিগের একিউএম শফিকুল ইসলাম, পি ডি পি সিনিয়র যুগ্ন সচিব রফিকুল হোসেন, প্রাদেশিক জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম আজম পিডিপি নেতা জব্বর খদ্দর, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর কামাল উদ্দিন সভায় নুরুল আমীন বৃহৎ শক্তি সমুহের সমালোচনা করে বলেন তারা পাকিস্তানের বিরুদ্ধে জোট বেধেছে। তিনি বলেন পাকিস্তান ৬৫ সাল থেকে অনেক শক্তিশালী। তিনি বলেন মার্চ মাসে সেনাবাহিনী শক্তি প্রয়োগে বাধ্য হয়েছিলেন। তিনি বলেন সেদিন বেশী দূরে নয় যেদিন জনগনের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন ভারতের ৪৭ সালের স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভ ভাই পেটেল বলেছিলেন পাকিস্তান ৬ মাসের বেশী টিকিবে না কিন্তু পাকিস্তান আজ অবিভক্ত ভাবেই ২৪ বার্ষিকী পালন করছে।