১৪ আগস্ট ১৯৭১ঃ গেরিলা তৎপরতা
কুষ্টিয়ায় ১৫০ জনের একটি গেরিলা দল হাউজিং এস্টেট এলাকায় রাজাকারদের উপর হামলা চালায়। রাজাকার রা পাল্টা আক্রমন করলে তারা পশ্চাদপসরণ করে যাওয়ার সময় তাদের আহত এক সঙ্গীকে আটক করা হয়। তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজাকারদের গুলিতে গেরিলাদের কয়েকজন নিহত হয়। গেরিলাদের একটি দল হোমনা থানা আক্রমন করে একজন কনস্টেবল ও একজন রাজাকার গুরুতর আহত হয় কয়েকজন সামান্য আহত হয়। গেরিলারা থানার ওয়ারলেস সেট পুড়িয়ে দেয় এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।