You dont have javascript enabled! Please enable it! 1971.08.13 | আজাদি দিবস উপলক্ষে গোলাম আজমের বানী - সংগ্রামের নোটবুক

১৩ আগস্ট ১৯৭১ঃ আজাদি দিবস উপলক্ষে গোলাম আজমের বানী

দেশের আদর্শ ও সংহতির প্রতি সন্মান ও ভালবাসা প্রদর্শনের জন্য জনগনের প্রতি উদাত্ত আহবান জানান। রাষ্ট্রের সার্বভৌমত্ব আজ পাকিস্তানের অভ্যন্তরীণ ও বহিঃ শক্তি দের দ্বারা হুমকির সম্মুখীন। বর্তমান পরিস্থিতির দাকে সারা দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালানো এবং দেশের বিভিন্ন অঞ্চলের জনগনের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ববোধ জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এ প্রচেষ্টা ব্যার্থ হলে আমরা ধ্বংস হব এবং যতদিন আমরা বাচব পঙ্গু জাতি হয়ে বাস করবো। মুসলমানদের ত্যাগ যাতে বৃথা না যায় শান্তিকামী মানবতায় উদ্ভুত হয়ে একটি কল্যাণকামী রাষ্ট্র কায়েমের জন্য আজাদি দিবসে শপথ করার জন্য সকলের প্রতি আহবান জানান।