You dont have javascript enabled! Please enable it!

১২ আগস্ট ১৯৭১ঃ সত্যাগ্রহের শেষ দিনে ভারতীয় জনসংঘের বিশাল জন সমাবেশ। 

বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার দাবিতে ১২ দিন ব্যাপী জনসংঘের সত্যাগ্রহ আন্দোলনের শেষ দিনে দিল্লীর ইন্ডিয়া গেটে ৫ লাখ সমর্থক জড়ো হয়। তারা শেখ মুজিবের মুক্তির দাবী এবং বাংলাদেশে গণহত্যা বন্ধ করার দাবী সম্বলিত বিশাল ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে। জনসভায় দলের নেতা অটল বিহারী বাজপেয়ী তার বক্তব্য এ বলেন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পিছন দিক দিয়ে ছুরিকাঘাত করেছে। তিনি বলেন গ্রো মি কো ভারত ছাড়ার আগেই ২০ বছর মেয়াদী চুক্তি প্রকাশের দাবী জানান। তিনি বলেন চুক্তিতে বাংলাদেশ বা পূর্ববঙ্গ শব্দ এড়িয়ে গিয়ে পূর্ব পাকিস্তান লিখা হয়েছে।