১২ আগস্ট ১৯৭১ঃ ভারত ও পাকিস্তানের আটক কূটনীতিকরা স্ব স্ব দেশে ফিরে গেছেন।
সুইজারল্যান্ডের মধ্যস্থতায় পাকিস্তানের কলকাতা মিশনের ৩০ জন স্টাফ সহ পরিবারের ১৫০ জনের একটি দল ইরান এয়ারওয়েজ যোগে কলকাতা ত্যাগ করে ইসলামাবাদ পৌঁছেছে। পাকিস্তানের কলকাতাস্থ উপ হাই কমিশনার মেহেদি মাসুদ বিমান বন্দরে সাংবাদিক সম্মেলনে কূটনীতিকদের প্রতি ভারতীয় নির্যাতন নজীর বিহীন। ৪ মাস যাবত তারা সকল প্রকার স্বাভাবিক কাজকর্ম থেকে বিচ্ছিন্ন ছিল। অপর দিকে ঢাকা থেকে ভারতীয় কূটনীতিক ও তাদের পরিবার বর্গের ২৫৭ জন সুইস এয়ার যোগে দেশে ফিরে এসেছে। ভারতীয় দের মধ্যে একজন গুরুতর অসুস্থ কূটনীতিক আছেন। ভারতের কূটনীতিক ও পরিবারের সংখ্যা বেশী বিধায় তাদের দুটি বিমানে আনা হয়।