১১ আগস্ট ১৯৭১ঃ হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলা হামলা
মুক্তিবাহিনীর দুঃসাহসী গেরিলা যোদ্ধারা ২য় বারের মত ঢাকার বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টালে টাইম বোমার বিস্ফোরণ ঘটায়। এতে আমেরিকার টাইমস্ পত্রিকার সংবাদ দাতাসহ ৩ জন গুরুতররূপে আহত হয়। ২ জন গেরিলা বকর ও সামাদ এক হোটেল কর্মচারীর সহযোগিতায় বিস্ফোরক নিয়ে সুইস এয়ার এর অফিস দিয়ে ভিতরে প্রবেশ করে। সামাদ একটি ব্রিফকেসে ২৮ পাউনড প্লাস্টিক এক্সক্লুসিভ ও ৫৫ মিনিটের টাইমার যুক্ত করে হোটেলের নীচতলায় টয়লেটে। তারপর দ্রুত দুজন সটকে পড়েন। ব্যাক আপে থাকা বাকী দুজনকে নিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে। ৫৫ মিনিট পরে বোমা বিস্ফোরণ ঘটে। এর মাধ্যমে সারা বিশ্ব জেনে যায় গেরিলারা এখন শহরের ভিতর তৎপর। এদলের নেতা ছিলেন শহীদ আবু বকর বীর বিক্রম, আব্দুস সামাদ বীর প্রতীক, মোফাজ্জল হোসেন মায়া বীর প্রতীক, গোলাম দস্তগির বীর প্রতীক।
https://www.youtube.com/watch?v=6UrEyhvrLF4