You dont have javascript enabled! Please enable it!

১১ আগস্ট ১৯৭১ঃ কলকাতায় কেনেডির ২য় দিন

সিনেটর এডওয়ার্ড কেনেডি পাকিস্তান সরকার সেদেশে তার সফর বাতিল করায় দুঃখ প্রকাশ করেছেন। কলকাতায় তিনি বলেন প্রত্যেক দেশের অধিকার রয়েছে তার দেশে যে কোন লোকের প্রবেশ নিয়ন্ত্রন করার। সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের সাম্প্রতিক চুক্তি প্রসঙ্গে তিনি বলেন ভারতকে তাদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রয়োজনীয়তার দিকেও লক্ষ্য রাখতে হবে। প্রতিরক্ষার বিষয় ছাড়াও সোভিয়েত ইউনিয়নকে এখন ভারতে অবস্থানকারী ৭২ লক্ষ শরণার্থীদের নিয়েও চিন্তা করতে হবে।  প্রচণ্ড বৃষ্টির মধ্যে কেনেডি আজ তিনটি হাসপাতাল ও কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করেন। তিনি আলবেনিয়ান নান মাদার তেরেসা পরিচালিত একটি হাসপাতাল, ব্রিটিশ চেজওয়ারথ এর ওয়ার অন ওয়ানট হাসপাতাল পরিদর্শন করেন। শরণার্থী শিবির পরিদর্শন কালে শত শত শরণার্থী কেনেডি দীর্ঘজীবী হোক বাংলাদেশের স্বাধীনতা চাই শীর্ষক প্ল্যাকার্ড বহন করে ও স্লোগান দেয়।  মেঘালয়ের শিলং এ অপর মার্কিন সিনেটর পার্শি বলেন ভারতের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যাহাতে তার স্বার্থ ও বিশ্ব শান্তি অক্ষুন্ন থাকে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!