১১ আগস্ট ১৯৭১ঃ জন কেলী সহ মালিকের কুমিল্লা এলাকা সফর।
ইয়াহিয়া খানের ত্রান উপদেষ্টা ডা.এ.এম. মালিক ও জাতিসংঘের উদ্বাস্তু কমিশনের প্রতিনিধি জন কেলীসহ কুমিল্লা এলাকা সফর করেন। তারা কুমিল্লায় ভারতীয় অনুপ্রবেশকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা সমুহ এবং হাসপাতালে আহতদের দেখতে যান। গোলাবর্ষণের আশঙ্কায় তারা কুমিল্লায় অভ্যর্থনা শিবির পরিদর্শন করেননি। কুমিল্লার জেলা প্রশাসক সার্কিট হাউজে অভ্যর্থনা শিবির এর কার্যক্রম বুঝিয়ে দেন। পরে মালিক সার্কিট হাউজে জেলা শান্তি কমিটির নেতাদের সাথে বৈঠক করেন। সাথে জন কেলী থাকায় মালিক এ বৈঠকে তেমন কিছু আলাপ করেননি।