১১ আগস্ট ১৯৭১ঃ হিলালীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে শেখ মুজিবের বিচার প্রশ্নে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রবার্ট মেকলস্কি হিলালীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের কথা উল্লেখ করে বলেন আমরা আগেও এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছি। শেখ মুজিবের বিচার প্রশ্নে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানানো হয়েছে। মন্ত্রনালয়ে পর রাষ্ট্র মন্ত্রী জোসেফ রজারস যুক্ত রাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত আগা হিলালীর সাথে এ বিষয়ে বৈঠক করেছেন। সিনেটর কেনেডিকে পূর্ব পাকিস্তান সফরের অনুমতি না দেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে। মুখপাত্র বলেন কংগ্রেসের দায়িত্ব পালনে একজন সিনেটর যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন বলে আমরা আশা করি।