১১ আগস্ট ১৯৭১ঃ লোকসভায় সরণ সিং
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরণ সিং লোকসভায় বলেন পূর্ব পাকিস্তান বিষয়ে ভারতের একতরফা কার্যক্রম থেকে পৃথিবীর কোন শক্তি এমনকি সোভিয়েত ইউনিয়নও বিরত রাখতে পারবে না। এরূপ কার্যক্রম গ্রহনের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তাদের নিবৃত্ত করবে কিনা এরূপ প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রী সরণ সিং উক্ত জবাব দেন। তিনি জোর দিয়ে বলেন এ চুক্তি ভারতের সার্বভৌম অধিকার প্রয়োগ হতে বিচ্ছিন্ন করবে না তবে এ অধিকার প্রয়োগের জন্য তাদের কিছু করার দরকার হবে না। চুক্তির মধ্যে এমন এক কাঠামো তৈরি করা আছে যার দ্বারা দেশ দুটি তাদের নিরাপত্তা রক্ষার ব্যাপারে পদক্ষেপ গ্রহন করতে পারে। তিনি বলেন এটি অনাক্রমন চুক্তি প্রতিরক্ষা চুক্তি নয়।