১১ আগস্ট ১৯৭১ঃ ৮নং সেক্টরের কমান্ডার পদে মেজর এম.এ. মঞ্জুর
মেজর এম.এ. মঞ্জুর ৮নং সেক্টরের কমান্ডার পদে মেজর আবু ওসমান চৌধুরীর স্থলাভিষিক্ত হন। মেজর এম.এ. মঞ্জুর শিয়াল কোটে ৮/১৫ ডিভিশনের একটি ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন। তিনি তাহের জিয়াউদ্দিন একত্রে পালিয়ে ভারত আসেন। তাহের জিয়া তখন অবিবাহিত ছিলেন কিন্তু মঞ্জুর বিবাহিত এবং স্ত্রী সন্তান ত্র সাথেই ছিল। ফলে দীর্ঘ পথ প্পায়ে হেটে সীমান্ত পারি দিতে মঞ্জুরের অনেক কষ্ট হয়েছিল। মঞ্জুর যুদ্ধে আগ্রহ বেশী থাকায় দ্রুত মুজিব নগর সরকারে রিপোর্ট করে তাৎক্ষনিক এ নিয়োগ পান। আসার সময় তিনি গুরুত্বপূর্ণ অনেক কাগজ সাথে করে নিয়ে আসেন যা ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধে কাজে লাগে। মেজর ওসমান সশস্র বাহিনী সদর দপ্তরে যোগ দেন।