১১ আগস্ট ১৯৭১ঃ রংপুর দিনাজপুর সফরে গভর্নর টিক্কা খান
রংপুরে শান্তি কমিটির এক সভায় গভর্নর ও সামরিক আইন প্রশাসক টিক্কা খান বলেছেন যারা যোগাযোগ বেবস্থা এবং কল কারখানা ধ্বংস করছে তারা কখনো জনগনের শুভাকাঙ্ক্ষী হতে পারেনা। তিনি এসকল গন বিরোধীদের সম্পর্কে রিপোর্ট করার জন্য জনগনের প্রতি আহবান জানান। টিক্কা খান বলেন সীমান্তের অপারে ভারত পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করেছে যাতে শরণার্থীরা দেশে ফিরে আস্তে না পারে। তা সত্তেও ১ লাখ ১০ হাজার শরণার্থী ফিরে এসেছে। তিনি জেলার বিভিন্ন স্তরের অফিসারদের সাথেও বৈঠক করেন। টিক্কা খান শান্তি কমিটি ও রাজাকারদের কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘রাজাকাররা না থাকলে দেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হতো না।’ পরে তিনি দিনাজপুরে যান এবং বিভিন্ন স্তরের লোকজনের সাথে কথা বলেন। দিনাজপুরে তিনি মাইন বিস্ফোরণে ধ্বংস প্রাপ্ত শরণার্থীবাহী এক বাসের আহত যাত্রীদের দেখতে দিনাজপুর হাস্পাতালে যান। উক্ত হামলায় বাসের দুই যাত্রী নিহত ৩১ জন আহত হয়। ১০ জনের অবস্থা গুরুতর। শরণার্থীরা দেশে ফিরে আসছিলেন। গভর্নরের সাথে জাতিসংঘ প্রতিনিধি কেলী এবং প্রেসিডেন্ট এর ত্রান সহকারী এ এম মালিক উপস্থিত ছিলেন।