You dont have javascript enabled! Please enable it! 1971.06.20 | বাঙলাদেশ সমস্যা আলােচনার জন্য মুখ্যমন্ত্রী সম্মেলন আহবানের প্রস্তাব | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সমস্যা আলােচনার জন্য মুখ্যমন্ত্রী সম্মেলন আহবানের প্রস্তাব

নয়াদিল্লী, ১৯ জুন- বাঙলাদেশ সমস্যার বিভিন্ন বিষয়গুলি, বিশেষ করে শরণার্থী সমস্যা সম্পর্কে একটা জাতীয় ঐক্যমত গড়ে তােলার জন্য মুখ্যমন্ত্রী সম্মেলনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ে গৃহীত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী শ্রীশরণ সিং বিদেশ সফর শেষ করে এখানে প্রত্যাবর্তনের পর সম্মেলনের দিন ধার্য হবে। বাংলাদেশ থেকে শরণার্থী আসার ফলে দেশের অর্থনীতির উপর প্রচন্ড চাপ পড়েছে এবং সীমান্ত রাজ্যগুলিতে সাম্প্রদায়িক উত্তেজনাও দেশের রাজনৈতিক আবহাওয়াকে দুষিত করে তুলছে। বাঙলাদেশ থেকে লাখাে লাখাে শরণার্থী আসার ফলে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয়কে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে অন্য কয়েকটি রাজ্য ঐ সমস্যাকে সীমান্ত রাজ্যের সমস্যা মনে করে চুপ করে বসে আছে। যদিও অনেক বুঝিয়ে কয়েকটি রাজ্যকে কিছুদিনের জন্ম শরণার্থীর কিছু অংশকে নিজের রাজ্যে স্থান দিতে রাজী করানাে গেছে; কিন্তু তা সত্ত্বেও সমস্যাটি এত গুরুতর যে কেন্দ্র ঐ বিষয়টিকে জরুরী অবস্থা হিসেবে মােকাবিলা করতে চায়; যাতে অন্যান্য রাজ্যগুলাে সমানভাবে দায়িত্ব গ্রহণ করে। সরকার ২৫ লক্ষ শরণার্থীর জন্য প্রথমে ৩২ লক্ষ টাকা মঞ্জুর করে, কিন্তু ক্রমাগত শরণার্থী বৃদ্ধি পাওয়ায় সরকারকে ঐ বাজেট সংশােধন করে ৮০ লক্ষ শরণার্থীর জন্য ৪’শ কোটি টাকার হিসেব করতে হয়েছে। এছাড়াও সরকার মনে করেন যে, বাঙলাদেশ সম্পর্কে কোন কিছু করার আগে অন্যান্য বিষয়গুলি সম্পর্কে, যথা প্রতিরক্ষার প্রস্তুতি, অভ্যন্তরীণ নিরাপত্তা, প্রশাসন এবং বিশেষ করে সরবরাহ লাইন ঠিক রাখা প্রভৃতির জন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীদের আলােচনা হওয়া প্রয়ােজন। সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানাের সব রকম প্রচেষ্টা বন্ধ করার জন্য রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে জোরদার করার জন্যও বলা হবে।

সূত্র: কালান্তর, ২০.৬.১৯৭১