সেনাবাহিনীর পক্ষে শরণার্থী শিবিরের দায়িত্ব নেওয়া সম্ভব হবে না
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৭ জুন শরণার্থী শিবিরগুলির প্রশাসনিক ব্যবস্থার দায়িত্ব সামরিক বাহিনীর পক্ষে নেওয়া সম্ভব হবে না।
সেনাবাহিনীর অধিনায়ক জেনারেল মানেকশ’ মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে সেনাবাহিনীর যে অসুবিধা রয়েছে তা সাম্প্রতিক সাক্ষাৎকারকালে ব্যাখ্যা করেছেন। জানা গেল জেনারেল মানেক শ’ সেনাবাহিনীর সামনে যে বিরাট দায়দায়িত্ব রয়েছে সে সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করে জানান যে, এই অবস্থায় শরণার্থী শিবিরগুলিতে সেনাবাহিনীকে আটকে রাখা সমীচীন হবে না।
মুখ্যমন্ত্রী আজ সাংবাদিকদের কাছে জানান যে, বাঙলাদেশের শরণার্থী সমস্যা নিয়ে আলােচনা করার জন্য এই মাসের তৃতীয় সপ্তাহে তিনি দিল্লী যেতে পারেন।
সূত্র: কালান্তর ৮.৬.১৯৭১