১০ আগস্ট ১৯৭১ঃ শেখ মুজিবের বিচার নিয়ে জাতিসংঘ মহাসচিব উথান্তের মন্তব্য এর নিন্দায় পাকিস্তান।
পাকিস্তান সরকার শেখ মুজিবের বিচার নিয়ে জাতিসংঘ মহাসচিব উথান্তের পক্ষে তার মুখপাত্র যে বিবৃতি দিয়েছেন তার নিন্দা করেছে। পাকিস্তান বলেছে অন্যান্য দেশে যেখানে বিনা বিচারে বা সংখিপ্ত বিচারে রাজনীতিবিদদের শাস্তি দিচ্ছে পাকিস্তান সে পথ বেছে নেয়নি। একক ভাবে শেখ মুজিবের মামলায় কোন বিচারিক সিদ্ধান্ত নেয়া হলে উহাতে পাকিস্তানের সীমান্তের বাহিরে কোন প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে এমন ধরনের যুক্তি পাকিস্তান সরকার গ্রহন করতে পারেনা। পাকিস্তানের শত্রু ভাবাপন্ন ভারত কিছু না করলে এরুপ কোন প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই।