বাল্টিমোর সান, ১৩ নভেম্বর ১৯৭১
পূর্ব পাকিস্তানের একমাত্র আইন – ‘ভয়’
একজন তরুণ পাট-কল সুপারিনটেনডেন্ট বলল, কেমন করে ঘন্টা খানেক আগে সে তার গ্রাম থেকে পালিয়ে এসেছে যেটা সেনাবাহিনী পুড়িয়ে ফেলেছে এবং একজন তরুণ কলেজ স্নাতক নিহত হয়েছে।
তিনি জানেন না কেন সেনারা এসেছিল।
রাস্তার পাশে আরও ছয়টি গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে এবং কিছু গেরিলাদের হত্যা করা হয়েছে।
এই ঘটনা মুক্তিবাহিনীর দোষে হতে পারে কিনা জিজ্ঞেস করলে আলোচনায় অংশগ্রহণকারী মিল সুপারিনটেনডেন্ট ও একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক এমন ভাব করলেন যেন তারা নিজেরা অপমানিত হয়েছেন।
তারা বলেন, “না স্যার, না স্যার, এরা পাক বাহিনী! [পাকিস্তানি সেনাবাহিনীর] পাক বাহিনী! পাক বাহিনী!”
মিল সুপারিন্টেনডেন্ট বলেন, তিনি পালিয়ে এসেছেন কারণ আর্মিরা সব শিক্ষিত বাঙালিকে হত্যা করছে এদেশের নেতৃত্ব শেষ করে দেবার জন্য। শিক্ষক এতে একমত প্রকাশ করলেন।
একই কথা ঢাকায় কিছু কূটনীতিকদের কথায় প্রতিফলিত হয় যারা কিছু তথ্য সংগ্রহ করেছেন যে সেনাবাহিনী পর্যায়ক্রমে অধ্যাপক, ডাক্তার, আইনজীবী, ছাত্র এবং অন্যান্য শিক্ষিত বাঙ্গালীদের ধরছে এবং হত্যা করছে বা জেলে দিচ্ছে।