You dont have javascript enabled! Please enable it! 1971.08.09 | ১১ আগস্ট শেখ মুজিবের বিচার শুরু  - সংগ্রামের নোটবুক

৯ আগস্ট ১৯৭১ঃ ১১ আগস্ট শেখ মুজিবের বিচার শুরু 

এদিন প্রধান সামরিক প্রশাসকের সদর দফতর থেকে প্রকাশিত প্রেসনোটে বলা হয়, ‘পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর এবং অন্যান্য দেশদ্রোহী অপরাধে শেখ মুজিবুর রহমান অভিযুক্ত। তাই বিশেষ সামরিক আদালতে ১১ আগস্ট তার বিচার করা হবে। প্রেসনোটে আরও বলা হয় আইন অনুযায়ী শেখ মুজিবুর রহমান আইনজীবী নিয়োগ সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। মামলার কার্যবিবরণী গোপন রাখা হবে।