You dont have javascript enabled! Please enable it!

৯ আগস্ট ১৯৭১ঃ ভারত সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি স্বাক্ষর 

সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রে গ্রোমিকো এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী সরণ সিং স্ব স্ব দেশের পক্ষে এক মৈত্রী চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিতে বলা হয়েছে দুই দেশের যে কেউ ৩য় কোন দেশ দ্বারা আক্রান্ত হলে তারা পরস্পরকে সহযোগিতা করবে। সরণ সিং গ্রোমিকোর সাথে দু দফা বৈঠক করেন তারপর সরণ সিং প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন। চুক্তি স্বাক্ষরের পর সরন সিং চুক্তির এক কপি লোকসভায় উপস্থাপন করেন। চুক্তির আগে ইন্দিরা গান্ধী বিরোধী দলের সাথে লোকসভা ভবনে এ বিষয়ে আলাপ করেন। গ্রোমিকোও লোকসভা ভবনে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন।