৯ আগস্ট ১৯৭১ঃ জাতিসংঘ মহাসচিব উথান্তের সাথে মার্কিন
পররাষ্ট্র মন্ত্রী রজারসের পাক ভারত পরিস্থিতি নিয়ে আলোচনা নিক্সনের কয়েকদিন আগের বক্তৃতা অনুযায়ী মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রজারস ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব উথান্তের সাথে পাক ভারত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। উথান্ত ও ৫ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন। মার্কিন প্রতিনিধিদলে সহকারী পররাষ্ট্র মন্ত্রী জোসেফ সিসকো এবং জাতিসংঘে মার্কিন স্থায়ী প্রতিনিধি সিনিয়র বুশ ছিলেন। বাকী দুজন পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন এশিয়া ডেস্কের কর্মকর্তা। তারা দুবার আলোচনায় মিলিত হন। দু বৈঠকের মাঝে মধ্যাহ্ন বিরতি ছিল। সভা শেষে রজারস সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন।