৯ আগস্ট ১৯৭১ঃ ইন্দিরা গান্ধীর বাংলাদেশ নীতির সমর্থনে রামলীলা ময়দানে লক্ষাধিক লোকের সমাবেশ
ইন্দিরা গান্ধীর বাংলাদেশ নীতির সমর্থনে কংগ্রেস আয়োজিত দিল্লীর রামলীলা ময়দানে লক্ষাধিক লোকের সমাবেশের আয়োজন করা হয় সভায় যোগ দিতে আসা মিছিলের কারনে দিল্লীর বাইরে থেকে ২০০০০ পুলিশ আনা হয় এবং স্কুল বন্ধ রাখা হয়। একটি বৃহৎ মিছিল ১৫ মাইল প্রদক্ষিন করে লোকসভা ভবনের কাছে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন কংগ্রেস সভাপতি সঞ্জিবারা। সমাবেশে ইন্দিরা গান্ধী ভাষণ দেন। ভাষণে ইন্দিরা গান্ধী জনসংঘের সমালোচনা করে বলেন জনসঙ্ঘ এখনি বাংলাদেশের স্বীকৃতি দাবী করে পরিস্থিতি ঘোলাটে করছে তিনি বলেন তার সরকার বাংলাদেশের বিরোধী নয়।