৮ আগস্ট ১৯৭১ঃ ইসলামাবাদে পঃ জার্মান পার্লামেন্টের ডেপুটি স্পীকার
পঃ জার্মান পার্লামেন্টের ডেপুটি স্পীকার ডঃ হারবান স্মিট ভকেন ইসলামাবাদে এক বিবৃতিতে পাক ভারত উপমহাদেশে উত্তেজনা প্রশমনের আহবান জানান অন্যথায় দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আলোচনা কালে ইয়াহিয়া তাকে জানিয়েছেন উত্তেজনা প্রশমনে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে মতৈক্য পৌছাতে চান বলে জানিয়েছেন। তিনি জানান ইয়াহিয়া যুদ্ধ পরিহারে আগ্রহী। তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে তার করাচী ও ইসলামাবাদের আলোচনায় পার্লামেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরের উপর জোর দিয়েছেন। তিনি বলেন পাকিস্তান সরকার তাকে জানিয়েছে শরণার্থীদের দেশে প্রত্যাবর্তনে কোন বাধা নেই। তিনি বলেন বিপুল সংখ্যক এ শরণার্থীদের ত্রান কাজে অংশ নেয়ার জন্য তার সরকারের সময় হয়েছে বলে তিনি মনে করেন। ইয়াহিয়ার সাথে আলোচনার সময় স্মিট কে বিগত মার্চ এপ্রিল মাসে আওয়ামী লীগের নৃশংস কার্যকলাপের উপর ৫৫ মিনিটের একটি ডকুমেন্টারি দেখানো হয়।