You dont have javascript enabled! Please enable it! 1975.08.15 | বিচারের রায় ঘোষণার বর্ণনা দিলেন শেখ হাসিনা। - সংগ্রামের নোটবুক
আমার সাধ না মিটিল আশা না ফুরিল …
বঙ্গবন্ধুর প্রিয় সেই গানটি। সাথে বিচারের দিনের বর্ণনা দিলেন শেখ হাসিনা। 
 
জজ সাহেব গোলাম রসুল সাহেব – অত্যন্ত সাহসের সাথে তিনি রায় দিয়েছেন এবং অবাক হবেন যে তার তিনটা মেয়ে ছােট ছােট। কিভাবে যেন তার বাড়ীতে, মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করে ফেলল, যে মেয়েগুলাে যেন হয়ত মানসিকভাবে কিছু একটা সমস্যা বা তার স্ত্রীকে নানাভাবে ভয় ভীতি দেখানাে – এবং যেদিন বিচারের রায় হবে সেইদিন বিএনপি হরতাল ডাকল। যাতে করে জজ সাহেব কোর্টে যেতে না পারে। কোর্ট না বসে। রায় যেন না দিতে পারে। সেই বাধাও কিন্তু দিয়েছিলাে।
প্রথম রায় যখন পাই, আমি সাথে সাথে ৩২ নাম্বারে চলে গেছিলাম। ঐ সিড়ির কাছে যেয়ে – আমি সব সময় সিড়ির কাছে বসতাম। কী জানি মনে হয়, ওখান থেকেই তাে আৰ্বার আত্মাটা বের হয়ে গেছে না?
ভিডিও  –
::::::::::::::::
– Hasina: A Daughter’s Tale
– Text Compiled by – সংগ্রামের নোটবুক