৭ আগস্ট ১৯৭১ঃ ভারতীয় জনসংঘের পাকিস্তান বিরোধী বিক্ষোভ
ভারতের দক্ষিন পন্থী রাজনৈতিক দল জনসংঘ দিল্লীর পাকিস্তান দুতাবাসের অভিমুখে পাকিস্তান বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। তারা দুতাবাসের কাছে যেতে চাইলে পুলিশ বাধা দেয় ফলে তারা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষে কয়েকজন আহত হয়। জনসংঘের ইহা সিরিজ কর্মসূচী সাত দিন যাবত চলে আসছে। বিক্ষোভকারীরা অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিক্ষোভকারীরা শেখ মুজিবের ছবি এবং তার মুক্তির দাবী সম্বলিত ফেস্টুন বহন করে। বিক্ষোভকারীরা শেখ মুজিবের মুক্তি দাবী করেও শ্লোগান দেয়। কিছু বিক্ষোভকারী পুলিশের বেষ্টনী ভেদ করে দুতাবাসের গেটে পৌঁছে এবং তাদের দাবী সম্বলিত লিফলেট ছুরে মারে। প্রায় ২০০০ পুলিশ দুতাবাসের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিল।। তারা ৬০০ বিক্ষোভকারীকে আটক করে।