You dont have javascript enabled! Please enable it! 1971.08.07 | লন্ডনে মাহমুদ আলী - সংগ্রামের নোটবুক

৭ আগস্ট ১৯৭১ঃ লন্ডনে মাহমুদ আলী

পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী লন্ডন বিমান বন্দরে পাকিস্তানের দুই অংশের কয়েকশত জনগনের এক সমাবেশে বলেছেন পাশ্চাত্য এর সংবাদ মাধ্যমগুলো পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির বাস্তব ঘটনার পরিকল্পিত বিকৃতি ঘটিয়ে প্রকাশ পাকিস্তানের বিরুদ্ধে তাদের দীর্ঘ দিনের ষড়যন্ত্রের ইঙ্গিত প্রমান করে। তিনি বলেন পাকিস্তানের জনগন এ ধরনের সকল ষড়যন্ত্র ব্যার্থ করতে বদ্ধপরিকর এবং পাকিস্তানের জনগন বাহিরের কোন দেশের পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ সহ্য করবে না। আমেরিকা ও ইউরোপ সফর শেষে তিনি সুইজারল্যান্ড এর হেগ থেক এখানে এসে পৌছেন। তিনি বলেন ৬-৭ টি দেশ সফরের উদ্দেশ্য হচ্ছে সত্য তুলে ধরা। তিনি বলেন তিনি যেখানেই গিয়েছেন সেখানেই ব্যাপক সারা পেয়েছেন। তিনি বলেন তিনি সবাইকে পরিস্থিতি বুঝাতে সক্ষম হয়েছেন। কমন ওয়েলথ ত্যাগ প্রসঙ্গে তিনি বলেন তিনি ১৯৫৬ সালেই গণপরিষদে এ প্রস্তাব দিয়েছিলেন। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন ব্রিটেন যদি পাকিস্তান বিরোধী মনোভাব অব্যাহত রাখে তাহলে পাকিস্তান কমন ওয়েলথ ত্যাগ করবে। 
নোটঃ তিনি ৫৬ সালে যুক্তফ্রন্টের শরীক গণতন্ত্রী পার্টির এমএলএ এবং এমএনএ ছিলেন। ন্যাপ এ যোগদানের আগে তিনি আওয়ামী লীগের সাথে কোয়ালিশন সরকারে প্রাদেশিক মন্ত্রী ছিলেন। ৬২ সালে এনডিএফ করেন। এনডিএফ পরে পিডিপিতে পরিনত হয়।