You dont have javascript enabled! Please enable it! 1971.08.07 | বহাল জাতীয় পরিষদ সদস্যদের তালিকা – ২ - সংগ্রামের নোটবুক

৭ আগস্ট ১৯৭১ঃ বহাল জাতীয় পরিষদ সদস্যদের তালিকা – ২

রাজশাহী জেলাঃ ১) আজিজুর রহমান শিবির প্রধান মালন যুব শিবির ২) রইস উদ্দিন কোন পদে না থাকিলেও মুক্তি যুদ্ধের সংগঠক ছিলেন পাক বাহিনী তার চিঠি সহ তার বাহিনীর অস্র আটক করার পর পত্রিকায় তার নামে সংবাদ ছাপায় ৩) নাজমুল হক সরকার ২৬ মার্চ পাক বাহিনীর হাতে নিহত ৪) ডাঃ শেখ মোঃ মোবারক হোসেন কর্মকর্তা মালদহ যুব শিবির 
কুষ্টিয়া ঃ নাই
যশোর ঃ মশিউর রহমান এপ্রিলে পাক বাহিনী কতৃক নিহত 
খুলনা জেলাঃ ১) এম এ খায়ের পদ পদবী না থাকলেও ভারতে অবস্থান করেছেন প্রবাসী সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন ২) লুতফর রহমান পদ পদবী না থাকলেও ভারতে অবস্থান করেছেন প্রবাসী সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন ৩) সালাহ উদ্দিন ইউসুফ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ৪) আব্দুল গফফার জুলাই মাসে পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন ৫) সৈয়দ কামাল বখত ধলতিতা যুব শিবির প্রধান 
বরিশাল জেলাঃ ১) সালেহ উদ্দিন আহমেদ আত্মগোপনে ছিলেন ২) আব্দুল বারেক আত্মগোপনে ছিলেন ৩) ডাঃ আজহার উদ্দিন আহমেদ মেজর হাফিজের পিতা পাকিস্তান সরকারের নথীতে তিনি পাকিস্তানের পক্ষে ছিলেন বলে দাবী করা হয় ভারতে যান নি ৪) ফায়জুল হক শীর্ষ রাজাকার ছিলেন। 
পটুয়াখালী জেলাঃ ১) এম শামশুল হক আত্মগোপনে ছিলেন ২) গোলাম আহাদ চৌধুরী ৩) আব্দুল হাদি তাং আত্মগোপনে ছিলেন ৪) আসমত আলী তাং আত্মগোপনে ছিলেন।