৬ আগস্ট ১৯৭১ঃ বগুড়ায় জেনারেল নিয়াজী
ইস্টার্ন কম্যান্ড প্রধান লে. জেনারেল নিয়াজী বগুড়া সফর করেন। সফরকালে তার সাথে স্থানীয় জিওসি মেজর জেনারেল নজর হোসেন শাহ ছিলেন। নিয়াজিকে অভ্যর্থনা জানানোর জন্য শান্তি কমিটির নেতা, গণ্যমান্য ব্যাক্তি, জনতা উপস্থিত হলে নিয়াজি তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি তাদের পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষায় বগুড়াবাসীর সাহস ও একনিষ্ঠতার প্রশংসা করেন। তিনি বলেন পাকিস্তানের সেবাই ইসলামের সেবা। এই সেবা দেয়ার জন্য পরকালে আল্লাহ তাদের পুরস্কার দিবেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি বগুড়া বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিয়াজি দেশের পশ্চিমাংশে প্রতিরক্ষা অবস্থানে সৈন্য বিন্যাস প্রত্তেক্ষ করার জন্য এখানে এসেছেন। নিয়াজি সদর দপ্তর পরিদর্শন শেষে সীমান্ত সফর করেন।