You dont have javascript enabled! Please enable it! 1971.08.06 | বৃটিশ পার্লামেন্টে সাবেক মন্ত্রী জন স্টোনহাউস  - সংগ্রামের নোটবুক

৬ আগস্ট ১৯৭১ঃ বৃটিশ পার্লামেন্টে সাবেক মন্ত্রী জন স্টোনহাউস 

বৃটিশ পার্লামেন্টে সাবেক মন্ত্রী জন স্টোনহাউস আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য চাপ দেয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথকে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আলোচনা করার পরামর্শ দেন। তিনি বলেন, শেখ মুজিবকে মুক্তি দিলে পূর্ব পাকিস্তানের একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানো সম্ভব হবে। হিথ এ ধরনের প্রচেষ্টা নাকচ করে দেন। হিথ বলেন বিষয়টি সম্পূর্ণ পাকিস্তান সরকারের এখতিয়ার তাই ইয়াহিয়ার সাথে তার সাক্ষাতের কোন পরিকল্পনা নেই বলে জানান। এ ব্যাপারে আমরা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।