You dont have javascript enabled! Please enable it!

যখন আমি সরকার গঠন করলাম তখন আমার এটা ইচ্ছে ছিলাে যে ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিল করতে হবে। কাজেই আসার পরে পার্লামেন্টে সেই ইনডেমনিটি অর্ডিনেন্স আমরা বাতিল করলাম। বাতিল করার পরে আমরা মামলা করলাম। (হাসিনা)
সাক্ষী পাইনা, সুবােধ পাইনা। খুব কঠিন। মানে দুই বােনের যে কী অবস্থা। তারপরে তাে আবার ক্ষমতা পরিবর্তন হলাে। তখন আমি আপারে বললাম, “দেখলে তাে কেমন – কেমন মজা? এখন বুঝে। আবার ঐগুলারে ছাড়বে।” (রেহানা)
এখানে অনেকে বলছেন যে, স্পেশাল ট্রাইব্যুনাল করে করা – বা অন্য – একটা আইন করে করা। আমি বললাম যে, না। বাংলাদেশের আট/দশটা মানুষ যেভাবে বিচার পায়, আমি বাংলাদেশের সাধারণ নাগরিক। আমি সেই নাগরিক হিসেবে সেইভাবেই আমি বিচার চাই। (হাসিনা)

 


::::::::::::::::
– Hasina: A Daughter’s Tale
– Text Compiled by – সংগ্রামের নোটবুক

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!