You dont have javascript enabled! Please enable it! 1971.08.11 | কুমিল্লায় পরীক্ষা হলে বােমা, ভয়ের চোটে পাক সেনাদের চম্পট | দৈনিক আনন্দবাজার পত্রিকা - সংগ্রামের নোটবুক

কুমিল্লায় পরীক্ষা হলে বােমা, ভয়ের চোটে পাক সেনাদের চম্পট 

১০ আগস্ট-কুমিল্লা শহরে গতকাল এক পরীক্ষাকেন্দ্রে পাক-সৈন্যরা পাহারা দিচ্ছিল। হঠাৎ হলের মধ্যে বােমা ফাটতে শুরু করলে পাকসৈন্যরা ভয়ে সরে পড়ে। সেই সঙ্গে ছাত্ররাও পালিয়ে যায়। পরীক্ষা ভন্ডুল হয়। কুমিল্লা পরীক্ষা পর্যদের ম্যাটরিকুলেশন [এস.এস.সি) পরীক্ষার গতকাল ছিল প্রথম দিন। পর্ষদ ভয় দেখিয়ে ৪০০ ছাত্রকে এনে পরীক্ষা কেন্দ্রে জড় করে এবং জোর করে তাদেরকে পরীক্ষা দেওয়াতে বাধ্য করে।

সীমান্ত অঞ্চল থেকে এই খবর জানা যায়। গত জুলাই-এ ঢাকা শহরে যে ম্যাটরিকুলেশন পরীক্ষা হয়, তাতে মােট ১১ হাজার ছাত্রের মধ্যে মাত্র। ৯০০ পরীক্ষা দেয়। কিশােরগঞ্জে ১৩ হাজার ছাত্রের মধ্যে মাত্র ৬০ জন সব পরীক্ষা দিয়েছিল। এদিকে পরীক্ষায় বসার জন্য ছাত্রদের নানারকম ভয়-ভীতি দেখানাে হচ্ছে। এ ব্যাপারে সেনাবাহিনীও ছাত্রদের ওপর প্রবল চাপ দিচ্ছে।

Reference:

১১ আগস্ট ১৯৭১, দৈনিক আনন্দবাজার পত্রিকা