৬ সেপ্টেম্বর ১৯৭১ কার্জন হলের সভা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সভায় প্রধান অতিথি ছিল খান এ. সবুর। বক্তব্য রাখে শাহ আজিজুর রহমান, ড. মোহর আলী, অধ্যাপক আফসার উদ্দিন, ড. হাসানউজ্জামান প্রমুখ নেতা এই সভায় পাকিস্তান সেনা বাহিনীর কর্নেল বশির উপস্থিত ছিলেন।। সবুর খান বলেন পাকিস্তানকে রক্ষা করার জন্য প্রতিটি পাকিস্তানী ঐক্যবদ্ধ। সেনাবাহিনী একা নয় তাদের সঙ্গে আছে গোটা জাতি। এ পর্যন্ত দুই লাখ রাজাকার ট্রেনিং সমাপ্ত করিয়াছে। প্রতিদিন আর অনেকে যোগ দিতেছে। তিনি শান্তির জন্য এই এলাকায় প্রভাব বিস্তারের জন্য সোভিয়েত ইউনিয়নের প্রতি আহবান জানান। সীমান্তে জাতিসঙ্ঘ বাহিনী মোতায়েনের প্রস্তাব পাকিস্তান মানিয়া নিয়াছে কিন্তু ভারত তা মানিয়া নেয় নাই। ভারত নাকি বলিয়াছে শরণার্থীরা পূর্ব পাকিস্তানে ফিরিয়া যাইবে না তারা নাকি বাংলাদেশে যাইবে। তিনি বলেন তারা হয় পূর্ব পাকিস্তান নয় ভারত এই দুইটার একটা বাছিয়া নিতে হইবে।